Sunday, September 8, 2024
বাড়িরাজ্যদিব্যাঙ্গনদের বিকাশে সরকার আন্তরিক : প্রতিমা

দিব্যাঙ্গনদের বিকাশে সরকার আন্তরিক : প্রতিমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি :  শুক্রবার আগরতলা টাউন হলে সামাজিক অধিকারীতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিব্যাঙ্গনরা সমাজের একটা অংশ। দিব্যাঙ্গনদের আর্থিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে উন্নত করা সরকারের লক্ষ্য। তাই আজকের দিনে দাঁড়িয়ে দিব্যাঙ্গনদের হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো বলেন দিব্যাঙ্গনদের জীবনমান আরো কিভাবে সহজ সরল করে সমাজে এগিয়ে নেওয়া যায় সেদিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এবং দেশের হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী দিব্যাঙ্গনদের জন্য তৈরি করার সংস্থাকে এক কোটি টাকা পর্যন্ত সরকার সহযোগিতা করছে। যাতে করে দিব্যাঙ্গনদের সুবিধার জন্য আরো বেশি উন্নত মানের যন্ত্রপাতি তৈরি করতে পারে। পাশাপাশি সরকার এই যতগুলি পাকা ভবন তৈরি হচ্ছে সেগুলির মধ্যে দিব্যাঙ্গনরা যাতে সহজে যেতে পারে তার জন্য রেফ তৈরি করা হচ্ছে, লিফটের মধ্যে বসার জন্য দিব্যাঙ্গনদের বিশেষ সুবিধা করে দেওয়া হচ্ছে। আর যে গুলির জন্য ভারত সরকার রাজ্যগুলিকে অর্থ প্রদান করছে বলে জানান প্রতিমা ভৌমিক। সরকার দিব্যাঙ্গনদের প্রতিষ্ঠার জন্য ঋণ প্রদান করার ব্যবস্থা করে দিয়েছে। এমনকি যারা দিব্যাঙ্গানের মা রয়েছেন তারা যদি আর্থিক কোনো সহযোগিতা চায় তাহলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে কোনরকম গ্যারান্টি ছাড়া ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে বলে জানান প্রতিমা ভৌমিক। এছাড়াও তিনি দিব্যাঙ্গদের চাকরি ক্ষেত্রে সংরক্ষণ ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪ শতাংশ করা হয়েছে। শিবিরের মধ্য দিয়ে মোটরাইজ ট্রাই সাইকেল, হুইল চেয়ার দিব্যাঙ্গদের তুলে দেওয়া হয়। আগামী ১৪ই জানুয়ারি ভারতবর্ষে ৭৫ টি জায়গায় আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে এ ধরনের শিবির করা হবে। শিবিরটি ত্রিপুরা রাজ্য অনুষ্ঠিত হবে।  মোটরাইজ ট্রাই সাইকেল এ শিবিরের মধ্য দিয়ে তোলে দেওয়া হবে। আগামী ১০ জানুয়ারির মধ্যে ৮০ শতাংশ দিব্যাঙ্গনদের জেলা শাসকের কাছে মোটরাইজ ট্রাই সাইকেলের জন্য আবেদন করলে ১৪ জানুয়ারি পেয়ে যাবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আয়োজিত এদিনের অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য