Thursday, December 4, 2025
বাড়িরাজ্যএনসিসি ক্যাডেটদের হাতে ত্রিপুরার ভবিষ্যত নিরাপদ: মুখ্যমন্ত্রী

এনসিসি ক্যাডেটদের হাতে ত্রিপুরার ভবিষ্যত নিরাপদ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ ডিসেম্বর: ত্রিপুরায় ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) সর্বদাই শুধু কুচকাওয়াজে নয়, সমাজের সেবাতেও এগিয়ে আছে। এনসিসি মানুষকে শৃঙ্খলাবদ্ধ থাকতে সহায়তা করে।

                                   আজ আগরতলার নরসিংগড়স্থিত ত্রিপুরা ইন্সটিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত ত্রিপুরা এনসিসি ফেস্ট - ২০২৫ এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
                             অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এনসিসির সঙ্গে আমার পুরনো সম্পর্ক রয়েছে। আমি সেখান থেকে যা শিখেছি, সেটা ভুলব না। এটাই আমার ভিত্তি ছিল।১৯৭০ সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় এনসিসির ক্যাম্প হতো। আর এনসিসি করার সময় জুনিয়র ডিভিশন বয়েজ ক্যাটাগরিতে আমাকে বেস্ট স্মার্ট এন্ড বেস্ট ক্যাডেট হিসেবে পুরস্কার দেওয়া হয়েছিল। যা এখনো আমার মনে আছে। বর্তমানে এনসিসি ক্যাডেটদের যেসব সুযোগ সুবিধা দেওয়া হয় তখন সেসব কিছু ছিল না।
                              আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর সমাজে দেশভক্তির ভাবনা জাগ্রত হয়েছে। যা আগে তেমনভাবে দেখা যায় নি। এনসিসি ক্যাডেটদের খাকি পোশাক একটা মূল্যবান অলঙ্কার। যা অনেক গুরুত্ব রাখে। আপনাদের মধ্যে ভবিষ্যতে কেউ আর্মি, কেউ নেভি, কেউ এয়ারফোর্সে যাবেন। তাদের জন্য এনসিসি একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। শৃঙ্খলা কি বিষয় সেটা আপনারা অবগত রয়েছেন। এনসিসি কিংবা এধরণের কোন বিভাগে যুক্ত থাকলে তারা অবশ্যই শৃঙ্খলাপরায়ন হবেন। এনসিসি মানুষকে শৃঙ্খলাবদ্ধ থাকতে সাহায্য করে। অন্যান্যদেরও দিশা দেখাতে পারেন আপনারা। 

                            অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, আজ আমরা শুধু একটা উৎসব উদযাপন করছি না, আমরা একতা, শৃঙ্খলা এবং সেবার চেতনাকে উদযাপন করছি - যা ন্যাশনাল ক্যাডেট কর্পসকে তুলে ধরে। আপনাদের খাকি পরিধানে এবং এখানে সমবেত যুবদের উজ্জ্বল চেহারা দেখে আমি আশ্বস্ত হলাম যে ত্রিপুরার ভবিষ্যত নিরাপদ এবং সক্ষম হাতে রয়েছে। এনসিসি নিছক একটি সংগঠন নয়, একটি আন্দোলন।

                             মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান যে, এনসিসি ১৯৪৮ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ত্রিপুরায় এর পদচিহ্ন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম উর্দিধারী যুব সংগঠন। ত্রিপুরা এনসিসি ফেস্ট ২০২৫ ত্রিপুরা রাজ্যে যুব, শৃঙ্খলা এবং জাতীয় পরিষেবার একটি যুগান্তকারী উদযাপন হিসেবে দাঁড়িয়েছে। এটি উর্দিধারী পরিষেবা এবং সুশীল সমাজের মধ্যে ব্যবধান দূর করে। একটি সীমান্ত রাজ্যে বসবাস করার সুবাদে আমরা সতর্কতা এবং স্থিতিস্থাপকতা সম্পর্কে বুঝতে পারি। ত্রিপুরায় আমাদের এনসিসি ক্যাডেটরা সবসময় শুধু প্যারেডে নয়, সমাজের সেবাতেও এগিয়ে থাকে। 

                            অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, এনসিসির উত্তর পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার কে জে সিং, এনসিসির গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিগণ।
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য