স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ আগস্ট : ১৫ অগস্ট সোমবার ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। আর ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদ্যাপনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই উদ্যাপনের অংশ হিসাবেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। শনিবার শাসকদল দল বিজেপি’র পক্ষ থেকে এ কর্মসূচি উদযাপন করা হয়। এদিন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স স্থিত সচিবালয়ে প্রবেশ পথে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এদিন বোতাম টিপে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি বলেন, আগামী ১৫ আগস্ট ৭৫ তম বর্ষপূর্তি হয়ে ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে।
প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে ত্রিপুরা রাজ্যেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে যে জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছে। তার উচ্চতা ১০০ ফুটে অধিক। স্বাধীনতার সংগ্রামী যারা দেশের জন্য শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এবং আজকের এই দিনটা দেশবাসীর কাছে গর্বের দিন। দেশের অখন্ডতা বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মনোজ কান্তি দেব সহ মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে অন্তত ৬০ শতাংশ বাড়িতে সোমবার পর্যন্ত তিরঙ্গা পতাকা উত্তোলন করার উদ্যোগ নেওয়া হয়। পরিসংখ্যানের নিরিখে সারা রাজ্যে প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার বাড়িতে পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। সে মোতাবেক শনিবার সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন লক্ষ্য করা যায়।