স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর ও উত্তর পূর্বাঞ্চল মহাকাশ অ্যাপ্লিকেশন কেন্দ্রের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়। সোমবার প্রজ্ঞাভবনে এই মৌ স্বাক্ষর অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের পক্ষে ছিলেন সচিব পি কে চক্রবর্তী ও উত্তর পূর্বাঞ্চল মহাকাশ অ্যাপ্লিকেশন কেন্দ্রের পক্ষে ছিলেন অধিকর্তা। প্রযুক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। মানুষের জীবনে বড় ভূমিকা নিচ্ছে।
এই মৌ স্বাক্ষরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে গৃহীত প্রকল্প গুলির সুবিধা হবে। কৃষি ক্ষেত্রের জন্য ২ টি প্রকল্প, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে দুটি প্রকল্প, বন ও পরিবেশের ক্ষেত্রে ৪ টি প্রকল্প , স্বাস্থ্য ও মানব সম্পদের ক্ষেত্রে একটি করে প্রকল্প সহ মোট ২১ টি প্রকল্পের জন্য সহায়ক হবে এই মৌ স্বাক্ষর। আগামী ৩ বছরের জন্য ব্যয় হবে ৪২৩. ০৮ লক্ষ টাকা বলে জানান দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। আগামী দিনে রাজ্যের উন্নয়নে ক্ষেত্রে সহায়ক হবে বলেও জানান তিনি।