স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : বেতন বৃদ্ধির দাবিতে আগরতলা শহর লাগুয়া বোধজং নগর রাবার সংস্থার মূল ফটকে তালা ঝুলিয়ে সোমবার বিক্ষোভ দেখায় শ্রমিকরা। এদিন দুপুর থেকে কর্মীরা ধীরে ধীরে কোম্পানির ভেতর থেকে বের হয়ে আসতে শুরু করে। বিকালের নাগাদ তারা মূল ফটকে তালা ঝুলিয়ে কোম্পানির ম্যানেজারের কাছে বেতন বৃদ্ধির দাবি জানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ।
যদিও শ্রমিকরা পুলিশের চোখ রাঙানোতে পিছু হাটতে নারাজ। শ্রমিকদের দাবি তারা গত কয়েক বছর ধরে এই মালিয়া রাবার কোম্পানিতে কাজ করে আসছে। কিন্তু তাদের বেতন বৃদ্ধি করার জন্য কোন হেলদোল নেই ম্যানেজারের। দৈনিক ২৮০ টাকা দিয়ে আট ঘন্টার অধিক সময় খাটানো হচ্ছে শ্রমিকদের। কাজের সাথে বর্তমান সময়ের তাল মিলিয়ে চার থেকে পাঁচ শতাধিক টাকা দৈনিক মজুরি দেওয়ার জন্য দাবি জানায়। কারণ তাদের মধ্যে অধিকাংশই বহির্রাজ্যের শ্রমিক। যে মজুরি পাচ্ছে সেই মজুরি দিয়ে সংসার পরিচালনা করা অসাধ্যকর হয়ে পড়ছে বলে তারা মনে করে শ্রমিকরা। পরবর্তী সময় ম্যানেজারের কাছ থেকে আশ্বাস দেওয়া হয় দু’বছর পর মজুরি বৃদ্ধি করা হবে। কিন্তু শ্রমিকরা এই আশ্বাস মানতে নারাজ। শ্রমিকরা জানায় যেহেতু কম্পানির প্রোডাক্ট বাইরে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তাহলে কেন তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে না। ইতিমধ্যে যদি মজুরি বৃদ্ধি না হয় তাহলে তারা কাজ ছেড়ে বাড়ি চলে যাবে বলে হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ প্রত্যাহার করে।