স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : মুম্বইয়ের ১১টা জায়গায় বোমা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আরও দুটি ব্যাঙ্ক। এমনই হুমকি ই-মেল পেল আরবিআই। যে খবরকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
জানা গিয়েছে, মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের মুম্বইয়ের শাখায় একটি ই-মেল আসে। খিলাফাত ইন্ডিয়া নামের একটি জিমেল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয় ওই ই-মেলটি। যেখানে লেখা ছিল, রিচার্ভ ব্যাঙ্কের পাশাপাশি HDFC এবং ICICI ব্যাঙ্কেও বোমা রাখা হয়েছে। শুধু তাই নয়, মুম্বইয়ের মোট ১১টি গুরুত্ব স্থানে বোমা রয়েছে। এমনকী এও বলা হয় যে বেলা দেড়টায় সবকটি বোমা বিস্ফোরণ হবে।