Saturday, March 22, 2025
বাড়িরাজ্যযান দুর্ঘটনায় আহত ৫

যান দুর্ঘটনায় আহত ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জুলাই : ত্রিমুখী যান সংঘর্ষের ফলে বুধবার সকালে সাময়িক সময়ের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় আসাম-আগরতলা জাতীয় সড়ক। ঘটনা বুধবার সকালে তেলিয়ামুড়া থানার অন্তর্গত খামতিং বাড়ি এলাকায়। এই যান দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ যাত্রী। তার মধ্যে তিনজন মহিলা যাত্রী। ঘটনার বিবরণে জানা যায় TR-06B- 1709 নাম্বারের একটি লরি তেলিয়ামুড়ার দিকে আসছিল।

 উল্টো দিক থেকে TR-01B-3179 নাম্বারের একটি ম্যাক্স গাড়ি যাত্রী নিয়ে তেলিয়ামুড়া হয়ে আমবাসার দিকে যাচ্ছিল। রাস্তার বাঁক নিতে গিয়ে গাড়ি দুইটির মধ্যে সংঘর্ষ ঘটে। সাথে সাথে AS-03F-2726 নাম্বারের অপর একটি মারুতি ভ্যান গাড়ি একই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। ত্রিমুখী যান দুর্ঘটনার ফলে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় আসাম আগরতলা জাতীয় সড়কে। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা। তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্মীরা এলাকাবাসীদের সহযোগিতায় তিনটি গাড়িকে জাতীয় সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এইদিকে দুর্ঘটনা গ্ৰস্থ ম্যাক্স গাড়িটিতে থাকা পাঁচজন যাত্রী যথাক্রমে কবিতা সরকার বৈদ্য, ডালিম ঘোষ, সবিতা দাস, উত্তম কুমার দাস ও  সান্তু ভট্টাচার্য্য আহত হয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সাতসকালে এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য