স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : রাজ্য সরকার চায় উন্নয়ন। কারণ দেশের প্রধানমন্ত্রী উন্নয়ন ছাড়া আর কিছু ভাবেন না। তেলেঙ্গানায় রাজনৈতিক কর্মসূচিতে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়ন ছাড়া কোন কিছু অর্জন করা যায় না। মানুষের উন্নয়ন ঘটাতে হবে। সোমবার ইন্দ্রনগর স্থিত আই টি ভবনে বাসিজ ফান্ড সার্ভিস অপারেশন সেন্টারের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
আই ভবনের চতুর্থ তলে এই সেন্টারটি চালু হয়েছে। রাজ্যে নতুন কোন উদ্যোগ না থাকায় আগে বহু ছেলে মেয়ে বহিঃ রাজ্যে চলে যেত। এই ক্ষেত্রে বর্তমান সরকার চিন্তা ভাবনা করেছে কেন রাজ্যের ছেলে মেয়েদের মস্তিষ্ক রাজ্যের উন্নয়নে ব্যবহার হবে না। তাই এই সমস্ত সংস্থার রাজ্যে আসা ছেলে মেয়েদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরে সেন্টারটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সংস্থাটি আন্তর্জাতিক স্তরে সমাদৃত। বিশ্বের বেশ কয়েটিও দেশে এই সংস্থা কাজ করছে। ভারতের চেন্নাই, মুম্বাই, গুজরাট শহরে কাজ করছে। এদিন নতুন করে যুক্ত হল ত্রিপুরা। বর্তমানে এই সংস্থায় রাজ্যের ১৫ জন কাজের সুযোগ পেয়েছে। বাসিইজ ফান্ড সার্ভিসেস-র কর্ণধার আদিত্য সেস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।