স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই :এক কুখ্যাত মানব পাচারকারীকে জালে তুললো পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মানব পাচারকারীর নাম কমল দাস। তার বাড়ি লেফুঙ্গা থানার অন্তর্গত বুগজুর এলাকার বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবরে অভিযুক্তকে আটক করেছে।
অভিযুক্তকে আটক করতে আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ এবং বামুটিয়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে মানব পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে পুলিশের কাছ থেকে।

