স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : রাজ্যের মোটর শ্রমিকরা নিজেদের বাঁচাতে যানবাহনে বিএমএস -এর স্টিকার, ষন্ডামার্কা হনুমানের ছবি লাগিয়ে রাখতে হচ্ছে। গত রবিবার মুক্তধারায় বাম শ্রমিক সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন প্রাক্তন সাংসদ তথা সি আই টি ইউ -র সাধারণ শংকর প্রসাদ দত্ত। এর তীব্র প্রতিবাদে সামিল হলো শাসক দল বিজেপি।
মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা সি আই টি ইউ -র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্তের বাসভবনে যান ৬ আগরতলার বিজেপি কর্মী সমর্থকরা। তারপর জোর করে হনুমানের ছবি এবং হনুমান চালিশা তুলে দেন প্রাক্তন সংসদের হাতে। সংসদ শংকর প্রসাদ দত্ত বিজেপি কর্মীদের বলেন হনুমানের ছবি আপনারা নিজেদের মধ্যেই রাখেন। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, সিপিআইএম সবসময় দেশবিরোধী কাজে লিপ্ত। তারা সবসময়ই হিন্দুদের বিরুদ্ধে মন্তব্য করেছেন। যার ফলে হিন্দুদের আস্থার উপর আঘাত নেমে এসেছে।
এরমধ্যে সম্প্রীতি সি আই টি ইউ -র সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত হিন্দু দেবতা হনুমান নিয়ে কুমন্তব্য করেছেন। যার শাসক দল বিজেপি তীব্র নিন্দা জানায়। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বিষয়টি রাজনৈতিকভাবে দেখলেও পাল্টা বিতর্কে জড়াতে এই ইস্যু হাতিয়ার করলো শাসক দল বিজেপি। বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য হনুমান হিন্দু সনাতন ধর্মের কাছে ভগবান। হনুমান নিয়ে কোনরকম কটুক্তি চলবে না।

