স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : গুড গভর্নেন্স ত্রিপুরায় বিধায়ক জনগণের অনুরোধ শোনেন না, মানুষের কাছে যান না কাউন্সিলর পর্যন্ত! তাই বিধায়ক সুশান্ত দেব এবং কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বুকে চেপে রাখছে মানুষ। দীর্ঘ পাঁচ বছর ধরে বিশালগড় পুর পরিষদের ১৩ নং ওয়ার্ডে রাস্তার বেহাল দশা তৈরি হয়ে আছে। রাস্তার সংস্কারে দেখা নেই কাউন্সিলারের।
১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ব্রজগোপাল দেবনাথ ওরফে পল্টু দেবনাথ এলাকা থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর আর একবারও এলাকার জনগণের সাথে দেখা করার প্রয়োজন টুকু বোধ করেন নি কাউন্সিলার। সামান্য বৃষ্টিতে ওয়ার্ডের চলাচলের একমাত্র রাস্তাটি জল জমে বেহাল অবস্থায় পরিণত হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর পূর্বে ব্রজগোপাল দেবনাথ ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে কাজ করছে না। রাস্তার বেহাল দশা দরুন ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। একবার বৃষ্টি হলে দীর্ঘ ১৫ দিন যাবত রাস্তায় জল জমে থাকে। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের গোচরে রয়েছে বিষয়টি। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফুসছে মানুষ। এলাকায় রয়েছে প্রায় ৩৫ থেকে ৪০ জন ভোটার। এলাকাবাসী ইঙ্গিত দিয়েছে যদি রাস্তা অবিলম্বে সংস্থান না হয় তাহলে এর প্রভাব পড়তে পারে গুড গভর্নেন্স -এর উপর। তবে গুড গভর্নেন্স আমলে এই ধরনের অভিযোগ কোন নতুন বিষয় নয়। আরো একাধিকবার উঠেছে। খবরের শীর্ষস্থান দখল করেছে। আশ্চর্যের বিষয় জনগণের জন্য দায়বদ্ধতা এড়িয়ে চলেছে শাসকদলের জনপ্রতিনিধিরা।