স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : ২১ জুন অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস। দিনটি যথাযথ মর্যাদার সাথে মঙ্গলবার রাজ্যেও পালন করা হয়। এদিন শিক্ষা দপ্তরের উদ্যোগে নীরমহলে যোগা দিবসের বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের কর্মী এবং পুলিশ, টি এস আর জওয়ানদের সাথে যোগায় অংশগ্রহণ করেন।
পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, স্বাস্থ্য হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। একজন মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে প্রতিদিন সকালে যোগা করা প্রয়োজন। ভারত মনি ঋষির দেশ। দেশবাসীকে সুস্থ রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে যোগায় অংশ গ্রহণের পরামর্শ দেন বলে জানান প্রতিমা ভৌমিক। তিনি আরো বলেন নীরমহলের মতো ঐতিহাসিক স্থানে দিনটি উদযাপন করার মূল উদ্দেশ্য হলো যোগা মানুষের জীবনে একটি বড় সম্পদ। এই যোগার মাধ্যমে মানুষ যেমন সুস্থ থাকে, অপরদিকে দৈনন্দিন কাজে গতিও আসে। তাই সকলে যাতে যোগার প্রতি গুরুত্ব দেয়, তার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। এদিনের আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলাশাসক বিশ্বশ্রী বি সহ অন্যান্যরা।