স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : হাতির সমস্যায় নাজেহাল গ্রামবাসী। বাধ্য হয়ে পথে অবরোধ করল সোমবার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়। অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘ বছর ধরে বন্য দাঁতাল হাতির আক্রমণের ঘটনা ঘটে আসছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বহু মানুষ। কিন্তু, বার বার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও ক্ষতিপূরণের নামে কিছুই পাচ্ছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
ফলে বাধ্য হয়ে সোমবার কৃষ্ণপুর এলাকার জনগণ তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে বসে। দীর্ঘ প্রায় ৭ থেকে ৮ ঘন্টা ধরে চলে অবরোধ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডি.সি.এম, তহশীলদার সহ বনদপ্তর কর্তৃপক্ষ। ডিসিএম বলেন, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলি যদি সঠিকভাবে কাগজপত্র জমা দেয় তাহলে ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাবে। তিনি আরো জানিয়েছেন, ঘটনাস্থলে এসে রেঞ্জারের সাথে কথা হয়েছে। বনকর্মী সংখ্যা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বন দফতরের আধিকারিক এর সাথে বিতর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসী। তাদের বক্তব্য, প্রশাসনের পক্ষ থেকে শুধু ভলান্টিয়ার বাড়িয়ে দিলে চলবে না। এতে কাজের কাজ কিছুই হচ্ছে না। হাতির সমস্যা সমাধানের জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। স্থানীয়দের দাবি তাদের লিখিত আকারে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেই সড়ক অবরোধ মুক্ত করবে তারা। এখন দেখার বিষয় প্রশাসন থেকে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।