স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুন : সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মহিলা সংক্রান্ত বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রেখে বলেন, মহিলা সংক্রান্ত বিষয়ে এবং আইনি বিষয়ক বিভিন্ন দিক সহ সরকারি প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ বন্ধ করা।
এর জন্য মিশন মুডে কাজ করতে হবে। কারণ ভারতবর্ষের মহিলারা কোন অংশেই পিছিয়ে নেই। সরকার তাদের আরও বেশি আত্মনির্ভর, উন্নত ভারত এবং বিকশিত ভারত করতে যা যা করার তা করছে। মন্ত্রী আরো বলেন বেটি বাঁচাও বেটি পড়াও বাস্তবায়ন করা সরকারের মূল উদ্দেশ্য। ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হচ্ছে। আগামী দিন দেশে মহিলারা যাতে কোন অংশে পিছিয়ে না থাকে তার জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মন্ত্রী একই সাথে দাবী করেন নারী সংক্রান্ত ঘটনা যাতে বন্ধ করা যায় তার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর পাশাপাশি মহিলাদের আইন সম্পর্কে অবগত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রীর টিংকু রায়।