স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : গ্রীস্মের বন্ধের মধ্যে কমলপুর শহরের প্রাণকেন্দ্রে দুটি বিদ্যালয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। এর মধ্যে একটি ঘটনা কমলপুর পি এম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়। সেখানে প্রধান শিক্ষকের কক্ষ সহ অফিস কক্ষের তালা না ভেঙে ডোর বোল্ট ভেঙে চোরের দল ঢুকে আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে।
সাথে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায়। এরপর তারা হানা দেয় কমলপুর বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম স্কুলে। সেখানেও একই কায়দায় ডোরবোল্ট ভেঙে প্রবেশ করে। সেখানেও প্রধান শিক্ষকের কক্ষ, স্টাফ রুম, অফিস রুম, টিঙ্কারিং ল্যাব সহ বিভিন্ন রোমের তালা ভেঙে প্রায় সত্তর হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি সি সি ক্যামেরার মডেম নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কমলপুরে।