স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন :আগরতলা শহরের জনবহুল এলাকা থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার। ঘটনা রাজধানীর মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের সামনে থেকে। এইদিন ফায়ার স্টেশনের কর্মী ও পথ চলতি মানুষ প্রথমে গ্রেনেডটি দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পূর্ব আগরতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ।
তারপর এক এক করে ঘটনাস্থলে ছুটে যায় ডগ স্কোয়াড, বোম স্কোয়াড সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। বোম স্কোয়াড সাবধানতার সাথে গ্রেনেডটিকে নিস্ক্রিয় করে। ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ। তিনি জানান গ্রেনেডটি আনুমানিক ৩০ বছর পুরানো হবে। গ্রেনেডটিতে পিন লিভার ছিল না। গ্রেনেডটি ভয়ের কোন কারন ছিল না। তারপরেও কোথা থেকে কি ভাবে গ্রেনেডটি মহারাজগঞ্জ ফায়ার স্টেশনের সামনে এসেছে তা খতিয়ে দেখা হবে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসেছে। তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। গোটা ঘটনার তদন্ত করা হবে।