Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যবিএসএফের উপর আক্রমণ চালিয়ে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বাংলাদেশী পাচারকারির

বিএসএফের উপর আক্রমণ চালিয়ে গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বাংলাদেশী পাচারকারির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুন : কৈলাসহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান কারবারিরা এবং বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা হঠাৎ করে ডিউটিরত বিএসএফ জওয়ানদের উপর ঢিল ছোঁড়তে থাকে। এমনকি ধারালো দা দিয়ে বিএসএফ জওয়ানদের উপর আক্রমনেরও চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা অনেক সময় ধৈর্য ধরে চুপ থাকে এবং তাদেরকে চলে যেতে অনুরোধ করে। বিএসএফ জওয়ানদের নরম মনোভাবকে হাতিয়ার করে পরবর্তীতে বাংলাদেশের চোরাচালান কারবারিরা বেশী হিংসাত্মক ঘটনা শুরু করতেই বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরাচালান কারবারিদের লক্ষ্য করে গুলী ছোঁড়ে।

বিএসএফ জওয়ানদের গুলী বাংলাদেশের এক চোরাচালান কারবারির বাঁ পাঁয়ের হাঁটুর নীচে লাগতেই বাংলাদেশের এক চোরা চালান কারবারি মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং অন্যরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে বাংলাদেশের চোরা চালান কারবারি গুলীবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়তেই পা থেকে প্রচন্ড রক্ত ক্ষরন শুরু হয়। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের চোরা চালান কারবারিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের চোরা চালান কারবারিকে মৃত বলে ঘোষণা দেয়। জানা যায়, দেবীপুর এলাকাটি কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত। ঘটনার খবর পেয়ে  কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ইরানি থানার ওসি অরুনদয় দাস সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শনে যান।  তবে, এব্যাপারে বিএসএফ কিংবা পুলিশ কেউই প্রকাশ্যে কিছু বলতে নারাজ। পুলিশ কিংবা বিএসএফের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া না গেলেও মৃত বাংলাদেশের চোরা চালান কারবারির বড় ভাই জয়ন্ত বৈদ্য জানান যে, মৃত বাংলাদেশের চোরা চালান কারবারি উনার ছোট ভাই এবং মৃতের নাম প্রদীপ বৈদ্য।  উনার ছোট ভাই প্রদীপ বৈদ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে যাননি। রাতে বাড়িতে না যাওয়ায় উনারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তী সময়ে শোনতে পান উনার ছোট ভাই প্রদীপ বৈদ্য আন্তর্জাতিক সীমান্তের কাছে মারা গেছে। এই খবর শোনে স্থানীয় গ্রামের বাংলাদেশের বর্ডার গার্ডের ক্যাম্পে গিয়ে খোঁজ নিলে বর্ডার গার্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উনারা কিছুই জানেন না। এরপর মৃত প্রদীপ বৈদ্যের বড় ভাই জয়ন্ত বৈদ্য স্থানীয় কুলাউড়া থানাতে গিয়ে জিডি এন্ট্রি করেন। মৃতের বড় ভাই জয়ন্ত বৈদ্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখেন যে, মৃত দেহ খুব শীঘ্রই ভারত থেকে এনে পরিবারের হাতে তোলে দেওয়া হবে।তাছাড়া বাংলাদেশের কুলাউড়া থানার অন্তর্গত শরিফপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান যে, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত শরিফপুর ইউনিয়নের দত্ত গ্রামের স্থায়ী বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যের ছেলে মৃত প্রদীপ বৈদ্য। প্রদীপের বয়স কুড়ি থেকে বাইশ হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য