Friday, June 20, 2025
বাড়িরাজ্যপ্রদ্যুতের অপমানের বিষয় নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হলেন মথা

প্রদ্যুতের অপমানের বিষয় নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হলেন মথা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : রবিবার গোমতী জেলা শাসক দ্বারা চরম অপমানিত হয়েছেন তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তারপর এখন পর্যন্ত জেলা শাসকের বিরুদ্ধে সরকার দ্বারা কোন ব্যবস্থাই গ্রহণ করতে পারলেন না তিপরা মথা। তাই একপ্রকার ভাবে হতাশ হয়ে ৪৮ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহার সঙ্গে দেখা করতে গেলেন তিপরা মথার একটি প্রতিনিধি দল। উনার সঙ্গে দেখা করে গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার ব্যবহার নিয়ে নালিশ ঠুকলেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ দলের বিধায়ক ও এমডিসিরা।

 মহাকরণে মুখ্য সচিবের কার্যালয়ে গিয়ে গোমতী জেলার জেলা শাসকের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করেন তাঁরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বৃষকেতু এবং টিটিএএডিসি -র সি ই এম পূর্ণ্যচন্দ্র জমাতিয়া জানান, গত রবিবার রাতে তিপরা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোমতী জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে জেলাশাসকের সরকারি বাসভবনে গিয়েছিলেন। কিন্তু বাসভবনে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বাসভবনের সামনে কর্তব্যরত পুলিশ কর্মী জানিয়ে দিয়েছেন যে জেলাশাসক বলেছে যদি কোন সাক্ষাৎ করতে হয় তাহলে সরকারি অফিসে আসার জন্য। সরকারি আবাসনে কোন সাক্ষাৎ করা যাবে না। বাধ্য হয়ে প্রদ্যুৎ জেলাশাসকের সাক্ষাৎ না পেরে ফিরে আসেন আগরতলায়। এদিন মহাকরণের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন যাওয়া হয়েছে। পূর্ণ্যচন্দ্র জমাতিয়া আরো জানান, মুখ্য সচিব আশ্বস্ত করেছেন কিভাবে জেলা শাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সেটা তিনি দেখবেন। উল্লেখ্য, জেলাশাসকের বিরুদ্ধে প্রদ্যুতের টিম অভিযোগ করলেও বিষয়টি নিয়ে মাথা কাজ করছে না সরকারের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য