Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যইট ভাট্টায় মহিলা শ্রমিক খুন, গ্রেপ্তার স্বামী ও সতীন

ইট ভাট্টায় মহিলা শ্রমিক খুন, গ্রেপ্তার স্বামী ও সতীন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মে : ইট ভাট্টায় মহিলা শ্রমিককে খুনের ঘটনায় আটক স্বামী এবং তার সতিন। জানা যায়, মঙ্গলবার সাতসকালে খোয়াই থানাধীন লালটিলা গ্রামের একটি ইট ভাট্টায় শ্রমিকদের থাকার ঘরে এক মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় বিছানায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অন্যান্য শ্রমিকদের মধ্যে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় খোয়াই মহিলা থানা পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক।

পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম মঞ্জু মুন্ডা তার বয়স ৩৭। বাড়ি ধলাবিল মুন্ডা বস্তিতে। সপ্তাহখানেক আগে এই মহিলা বাড়ি থেকে ইট ভাট্টার কাজে এসেছিল। কিভাবে এই মহিলা শ্রমিকের মৃত্যু ঘটলো সে বিষয়ে পরিষ্কার চিত্র পাওয়ার জন্য ডাকা হয় ফরেন্সিক টিমকে। এই রহস্যজনক খুনের ঘটনায় পুলিশ মৃত মহিলা শ্রমিকের স্বামী সঞ্জি রাম মুন্ডা এবং তার দ্বিতীয় স্ত্রী শেফালী মন্ডাকে আটক করে। এই খুন কাণ্ডের ঘটনায় রহস্যজনকভাবে পুলিশ সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাধা দান করে আটকে দিয়ে প্রকৃত খুনের বিষয়ে কোনো রকম ভাবে মুখ খুলতে চাননি। অথচ মৃত মহিলা শ্রমিকের আত্মীয় পরিজনেরা পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, মঞ্জু মুন্ডাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমনকি সোমবার রাতেও মঞ্জু মুন্ডা তার বোনকে ফোন করে তাকে হত্যা করার বিষয়টি জানিয়েছিল। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে গোটা লালটিলা এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয় জনমনে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য