স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ মে :রাজ্যে ছয়টি জাতীয় সড়ক রয়েছে। ভারত সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা এন.এইচ.আই.ডি.সি.এল ও রাজ্য সরকার উভয় মিলে জাতীয় সড়কের নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। এর মধ্যে মোট দৈর্ঘ্য রয়েছে ৭৯৩ কিলোমিটার। এর মধ্যে পূর্ত দপ্তরের কাছে রয়েছে ৪৩ কিলোমিটার। এন.এইচ.আই.ডি.সি.এল -এর কাছে রয়েছে ৭৪৯ কিলোমিটার। ৭৯৩ কিলোমিটারের মধ্যে ৪৩৪ কিলোমিটার এর কাজ শেষ হয়ে গেছে।
আর ৩০৫ কিলোমিটার এর কাজ এখনো চলছে। বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি বলেন খোয়াই থেকে কমলপুরের রাস্তাটা দু’বছর আগে সম্পন্ন হয়ে গেছে। এই রাস্তায় কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। এই প্রযুক্তিগত সমস্যা নজরে এসেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নির্দেশ দিয়েছেন এই সমস্যা সমাধান করার। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর রাজ্য সরকারের পূর্ত দপ্তরের একটি প্রতিনিধি দল খোয়াই কমলপুর রাস্তাটি পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের সদস্যরা তখন সমস্যার গুরুত্ব অনুধাবন করে উপলব্ধি করতে পেরেছেন এই রাস্তায় মোট ১২ কিলোমিটারের মধ্যে প্রযুক্তিগত সমস্যা সৃষ্টি হয়েছে। যার কারণে কোথাও বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে আবার কোথাও রাস্তার আকৃতি বদলে যাচ্ছে।
এই ১২ কিলোমিটারের রাস্তার মধ্যে জলের স্তর রয়েছে জমি থেকে দেড় মিটারের মধ্যে। যার কারনে জলের স্তর ওপরে উঠে যাওয়ায় মাটি ফুলে যাচ্ছে। এই কারণেই সমস্যার সৃষ্টি হচ্ছে। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন.এইচ.আই.ডি.সি.এল -এর ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী অধিকর্তা অজয় বিষ্ণুই।