স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ মে : সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী মিলছে না চা শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা। তাই শ্রমিকদের সমস্যা নিরসনের জন্য শনিবার ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা অফিস লেন স্থিত শ্রম কমিশনার কার্যালয়ে গিয়ে শ্রম কমিশনার ডা. নরেশ বাবু এন -র সঙ্গে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন এক প্রতিনিধি দল। চা শ্রমিকদের একাধিক দাবি সম্পর্কে শ্রম কমিশনারের গোচরে নেন প্রতিনিধি দলটি।
শ্রমিকদের বর্তমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে সমাধান করার বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন শ্রম কমিশনার বলে জানান ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের লিগ্যাল এডভাইজার অমৃত লাল সাহা । তিনি জানান এদিন ডেপুটেশন প্রদান করা হয়নি। কেবল সৌজন্য মূলক আলোচনা করা হয়েছে। আগামী দিনে ডেপুটেশন প্রদান করা হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের ৫১ টি চা বাগানের শ্রমিকরা তার সুবিধা পাচ্ছে না বলে জানান তিনি। তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঊনকোটি জেলার ৪ টি চা বাগানের মালিকানা পরিবর্তন করে করা হয়েছে সোসাইটি। অথচ তাদের বকেয়া টাকা প্রদান করা হচ্ছে না। এর মধ্যে দুটি বাগানের বেশ কিছু জায়গা রাজ্য সরকার নিজেদের হেপাজতে নিয়েছে। সেই টাকা ব্যাঙ্কে রয়েছে। এই টাকা দিয়ে বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়।