স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ এপ্রিল : ২০২২ সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ১০০০ টি শূন্যপদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে গত ২৩ এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হয়। সেই তালিকায় দেখা যায় বহু যুবক-যুবতী রয়েছেন যারা এস এস সি ইন্টারভিউ -এর মাধ্যমে কেন্দ্রীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছেন।
আবার কেউ কেউ রাজ্যের বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে গেছেন। ফলে তারা রাজ্য পুলিশের কনস্টেবল পদে যোগদান করবে না। তাই যারা লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা কম নাম্বার পাওয়ায় চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য একটি অপেক্ষার তালিকা প্রকাশ করার জন্য। এছাড়া রাজ্য সরকার যে নতুন করে আরো এক হাজার শূন্যপদ পূরণের ঘোষণা দিয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য তাদের বয়সে ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়ে বৃহস্পতিবার ডেপুটেশন প্রদান করা হয়। এদিন পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ তুলে দেন চাকরি প্রত্যাশীরা। তারা জানান, মুখ্যমন্ত্রী যদি তাদের দাবি মেনে নেয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবে।