Saturday, April 5, 2025
বাড়িরাজ্যচৈত্র মেলায় মোটা অংকের বিনিময়ে বিক্রি হচ্ছে দোকানের ভিটি

চৈত্র মেলায় মোটা অংকের বিনিময়ে বিক্রি হচ্ছে দোকানের ভিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল :আগরতলা ঐতিহ্যবাহী চৈত্র মেলায় মোটা অংকের বিনিময়ে ১৪ দিনের জন্য বিক্রি হচ্ছে দোকানের ভিটি। স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আগরতলা পুর নিগম যতই ঢাক ঢোল পেটানোর চেষ্টা করুক না কেন বাস্তব চিত্র ভিন্ন। কারণ আগরতলা পুর নিগম প্রথম থেকেই বলে আসছে চৈত্র মেলায় বসতে গেলে কোন অর্থ দিতে হবে না ক্ষুদ্র ব্যবসায়ীদের। অথচ একটা বড় প্রভাবশালী মহল বাঁকা পথে ভিটি নিয়ে চৈত্র মেলায় ভিটি বিক্রি করছে।

 তাও আবার রাজধানীর শহরের প্রান কেন্দ্র শকুন্তলা রোডে। ৫ ফুট দোকান ভিটি মূল্য ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বলে অভিযোগ। এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তিনি নিজে দশ হাজার টাকা দিয়ে ভিটি ক্রয় করেছেন। প্রতিবছরই এভাবে ভিটি ক্রয় করে তাদের ব্যবসা করতে হয় বলে জানান। নাহলে ভিটি পাওয়া মুশকিল। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ব্যবসায়ীদের জন্য টোকেনের ব্যবস্থা করা হলেও সে টোকেন সকলে ভাগ্যে জোটে না। এটা প্রমাণ হয়ে গিয়েছিল গত কয়েকদিন আগে।

যখন টোকেন দেওয়া শুরু হয়েছিল তখনই কিছু ক্ষুদ্র ব্যবসায়ী দাবি করেছিলেন তাদের মধ্যে কয়েকজন ছাড়া বাকিদের অদৃশ্য কারণে টোকেন দেওয়া হয়নি। এ বিষয় নিয়ে তারা বিক্ষোভের শামিল হয়েছিল। তাদের বক্তব্য ছিল যত পরিমাণে টোকেন দেওয়ার কথা তত পরিমাণে টোকেন দেওয়া হয়নি। এর মধ্যে চৈত্র মেলা শুরুর দিন অর্থাৎ মঙ্গলবার শকুন্তলা রোডে দাঁড়িয়ে গুরুতর অভিযোগ তুলেন এক ব্যবসায়ী। তার বক্তব্য অধিকাংশ ব্যবসায়ী অর্থের বিনিময়ে ভিটি ক্রয় করছে। নাহলে তাদের ভাগ্যে জুটবে না দোকান। তাই তারা ধার নিয়ে দোকান ভিটি ১৪ দিনের জন্য ক্রয় করছে। ১৪ দিনের মধ্যে তাদের ভিটি ক্রয় করার টাকা সহ জিনিসপত্রের লাভের মূল্য তুলতে হবে। এক প্রকার ভাবে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!