স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ মার্চ :কমলাসাগর মতিনগর ৯৮ নং গেইটের ওপারে ভারতীয় সীমান্তে ৯০ টি পরিবার রয়েছে। সেই পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার দুপুরবেলা ছুটে আসে সেকেরকোট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার, পুলিশ, রায়েরমুড়া ক্যাম্পে বিএসএফ জোওয়ান। তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বক্তব্য ৯০টি পরিবার রয়েছে। যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় তাহলে পূর্বের নোটিশ দেওয়া দরকার ছিলো, তাদের জায়গার ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিলো। কিন্তু কোন কিছু না করে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের আধিকারিকরা আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কিন্তু প্রশাসনের আধিকারিকরা পূর্বেই তাদেরকে একাধিকবার নোটিশ দিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত পুলিশ এবং বিদ্যুৎ দপ্তর কর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় রইলেন তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার জনগণের আরো অভিযোগ রমজান মাস, সমস্যা আলোচনা মাধ্যমে শেষ করা দরকার ছিলো। কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় নির্দেশ অনুসারে আজ এই গ্রহণ করেন প্রশাসনে আধিকারিকরা। প্রশাসনের আধিকারিকদের যে সমস্ত ব্যক্তিরা বাধা দিতে আসেন তাদের প্রত্যেকেরই এপারে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং বসত বাড়িঘর রয়েছে। মূলত তার কাটার বেড়ার ওপারের থেকে পাচার বাণিজ্য অনায়াসে চালু রাখাতেই এপারে আসতে রাজি নয়, বিভিন্ন রকম তালবাহানা তাদের। কারণ মতিনগর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ইয়াবা ট্যাবলেট বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনার কারো অজানা নয়। ফলে তাদের এপারে না আসার আসল উদ্দেশ্যটা কি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন?