আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানীয়ার শচীন্দ্রনগর কলোণীতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আধুনিক ইকো পার্ক। ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমই পোস্ট করলেন।
পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে উল্লেখ করেছেন, “রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে ত্রিপুরাকে আরো আকর্ষণীয় করতে জিরানীয়ার শচীন্দ্রনগর কলোণীতে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কলকাতার নিকো পার্কের আদলে নির্মিত হবে অত্যাধুনিক ইকো পার্ক।
কেন্দ্রীয় সরকারের ‘স্বদেশ দর্শন ২.০ ‘ প্রকল্পে এই পার্ক নির্মাণের অনুমোদন পাওয়ার পর দ্রুত গতিতে কাজ শুরু করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজ কলকাতা নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজীব কৌল, সভাপতি রাহুল মিত্র ও অরুপ গোস্বামী এবং পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে গোটা এলাকাটি পরিদর্শন করি। এই পার্ক নির্মাণে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে অপরদিকে জীবনযাত্রার মান উন্নত হবে, এতে উপকৃত হবে এই এলাকার জনগণেরা।”