Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যশূন্যপদ পূরণের ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

শূন্যপদ পূরণের ঘোষণা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : শূন্যপদ পূরণে বদ্ধপরিকর সরকার। রাজ্যের বেকারদের জন্য আরো শূন্যপদ তৈরি করেছে বর্তমান রাজ্য সরকার। বুধবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে শূন্য পদগুলি পূরণের ঘোষণা দেন খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, বিদ্যাজ্যোতি স্কুল গুলোতে কম্পিউটার সাইন্সে ১১৮ টি পি জি টি শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শীঘ্রই নিয়োগ করা হবে এই ১১৮ টি শূন্যপদে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে পোস্ট গ্রেজুয়েট। বি এড বাধ্যতামূলক। এই পরীক্ষা পরিচালনা করবে টিআরবিটি।

একইসঙ্গে খাদ্য দপ্তর এর অধীন গ্ৰুপ সি পদে ৩৫ টি শূন্যপদে  সিনিয়র স্টোর গার্ড নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। জে আর বি টি -এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক উত্তীর্ণ। এদিকে মঙ্গলবার কংগ্রেসের জনসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিকদের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি বলেন, সুদীপ রায় বর্মন এই রাজ্যের একজন সিনিয়র রাজনৈতিক বিদ।

 সেক্ষেত্রে সুদীপ রায় বর্মনের উচিত সমস্ত কিছুর খোঁজখবর নিয়ে মন্তব্য করা। সুদীপ রায় বর্মন নাকি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন খাদ্য দপ্তরের ফাইল অন্য কোথাও যায়। এই বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন খাদ্য দপ্তরের ফাইল সাধারণত খাদ্য মন্ত্রীর কাছেই যাওয়ার কথা। খাদ্য দপ্তরের ফাইল এর বাইরে অন্য কোথাও কেন যাবে। দুই একখানা রাজ্যে কংগ্রেসের শাসন টিমটিম করে জ্বলছে। সেখানে সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলোতে ভর্তুকি মূল্যে চিনি ও ডাল দেওয়া হয় না বলে তিনি অভিমত ব্যক্ত করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন কেবিনেটের বৈঠকে আরো বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই দুটো দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত ছিল উল্লেখযোগ্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য