স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মার্চ : নাশকতার আগুনে পুড়ল ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রে বিজেপির ৪৪ নং বুথ অফিস সহ একটি গাড়ি। জানা যায় ৫৫ বাগবাসা বিধানসভার কেন্দ্রের উত্তর গঙ্গানগর এলাকায় বিজেপির ৪৪ নং বুথ অফিসটি অবস্থিত। এলাকার বাসিন্দা নির্মল কান্তি ঘোষের জায়গায় এই বুথ অফিসটি রয়েছে। বুথ অফিসটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।
বুথ অফিসের অভ্যন্তরে ছিল নির্মল কান্তি ঘোষের একটি ইকো গাড়ি। মঙ্গলবার রাতে কে বা কারা এই বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। এতে করে বুথ অফিস সহ বুথ অফিসের অভ্যন্তরে থাকা ইকো গাড়িটি পুরে যায়। এই ঘটনার বিষয়ে জানতে পেরে বুধবার সকালে মন্ডল সভাপতির বিকাশ নাথ ছুটে যান ঘটনাস্থলে। সম্পূর্ণ ঘটনা প্রত্যক্ষ করার পর বাগবাসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় মামলা দায়ের করার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মন্ডল সভাপতি বিকাশ নাথ জানান বাগবাসা বিধানসভা এলাকায় উন্নয়নের জোয়ার চলছে। উন্নয়ন দেখে মানুষ বিজেপি দলে যোগদান করছে। এইটা দেখা অনেকের সহ্য হচ্ছে না। তাই এই ধরনের ঘটনা সংগঠিত করা হয়েছে। পাশাপাশি তিনি আরক্ষা প্রশাসনের নিকট ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।