স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ ফেব্রুয়ারি : চড়িলাম বিধানসভার সুতারমুড়া বিজেপি পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিলো দুষ্কৃতিকারীরা। শুক্রবার গভীর রাতে ঘটে এই অগ্নিসংযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই পার্টি অফিসটি আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।
তবে একাংশদের অভিযোগ শাসকের শরিক তিপরা মথার মধ্যে নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মূলত চড়িলাম বিধানসভায় জ্বলছে তুশের আগুন। যার ফলেই সুতারমুড়া বাজারে ভারতীয় জনতা পার্টি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড। বিশ্রামগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে এসে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেন। নিগো বাণিজ্যকে কেন্দ্র করে চড়িলাম বিধানসভায় শাসক এবং শরিকের মধ্যে লড়াই চলছে, যে কোন মুহূর্তে ঘটতে পারে ভয়ঙ্কর ঘটনা।