স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : আগরতলা শহরে অতিমাত্রায় বেড়ে চলেছে ছিনতাই -এর ঘটনা। প্রতিদিন থানায় নথিভুক্ত হচ্ছে ছিনতাই -এর ঘটনার অভিযোগ। গত ২ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ধলেশ্বর, তরুণ সংঘ এবং কাসারি পট্টি এলাকায় তিনটি ছিনতাই -এর ঘটনা সংঘটিত হয়েছে। ছিনতাইয়ের পর থানায় মামলা হয়। তারপর পূর্ব আগরতলা থানার পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নেমে রাজধানীর শ্যামলী বাজার এলাকার বিপ্রজিৎ সরকার নামে এক যুবককে আটক করে।
তার কাছ থেকে আটক করা হয় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত টি আর ০১ আর ৯৭৮১ নম্বরের বাইক। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তিনটি ছিনতাই এর ঘটনাটি সে জড়িত। তারপর পুলিশ তার কাছ থেকে আটক করে রঞ্জিতা চক্রবর্তী নামে এক মহিলার ছিনতাই যাওয়া স্বর্ণের চেইন সহ কানের দুল। সেই মহিলা তরুণ সংঘ থেকে বাড়ি ফেরার সময় তার সামনে এসে অভিযুক্ত বাইক নিয়ে দাঁড়িয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তারপর মামলা হওয়ার পর গ্রেপ্তার হয় ছিনতাইবাজ। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বাকি জড়িতদের জালে তুলতে সক্ষম হবে এবং ছিনতাই যাওয়া বাকি সামগ্রী উদ্ধার করতে সক্ষম হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।