স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ ফেব্রুয়ারি : ২০২৫-২৬ অর্থবছরের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে বাজেট পেশ করেছেন, এই বাজেট ভারতকে আত্মনির্ভর ভারতে পরিণত করবে। দেশের সকল অংশের মানুষের উন্নয়নের জন্য নীতি ঘোষণা করা হয়েছে এই বাজেটে। বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড় দেওয়া হয়েছে। এতে ৫ কোটি ৬৫ লক্ষ মানুষের উপকার হবে। দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের যে সকল জেলায় উৎপাদন কম হয়। সেই সকল জেলায় উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। কৃষকদের জন্য সকল ধরনের ব্যবস্থা করা হবে। যে সকল কৃষকের কাছে কিসান ক্রেডিট কার্ড রয়েছে তাদেরকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। রাজ্য সফরে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের বিষয়ে তুলে ধরতে গিয়ে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।
যে সকল এসসি, এসটি সম্প্রদায় ভুক্ত মহিলা উদ্যোগপতি হতে চায় তাদের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে বাজেটে। চর্ম শিল্পের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে ২২ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এআই প্রযুক্তির প্রচার প্রসারের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হবে। যেখানে ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি আরও বলেন বিগত ৮ থেকে ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন হয়েছে তার উদাহরণ ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যের রেলপথ, সড়ক পথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে ২৫ থেকে ৩০ টি ট্রেন আসা-যাওয়া করে।
এই উন্নয়ন একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। বর্তমানে সমগ্র বিশ্ব ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে। আগামী পাঁচ বছরে বিশ্বের মধ্যে তৃতীয় অর্থব্যবস্থা হবে ভারতবর্ষের। আগামী ২৫ বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অর্থব্যবস্থা হবে ভারতবর্ষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঠিক নীতির কারণে দেশ বর্তমানে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা।