স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ২ ফেব্রুয়ারি: নেশা কারবারি স্বামী-স্ত্রীকে গণধোলাই দিল এলাকাবাসী। ঘটনা কৈলাসহর লাটিয়াপুরা এলাকায়। জানা যায় নেশার করাল গ্রাস থেকে এলাকাকে রক্ষা করার জন্য রবিবার সকালে ৮ টা নাগাদ কৈলাসহর লাঠিয়া পুরা গ্রাম পঞ্চায়েতের উত্তেজিত জনতা একত্রিত হয়ে এক নেশা বিক্রেতার বাড়িতে হানা দেয়। নেশার বিক্রেতার নাম দেবদাস দেবনাথ। সে দীর্ঘদিন ধরে বাউন্ড সুগার, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে। দেবদাস দেবনাথের বাড়ির পাশে দিনমজুর এক ব্যক্তি নেশা আসক্ত হওয়ার কারণে পরিবারের ঝগড়া-বিবাদ হওয়ার ফলে সেই ব্যক্তির স্ত্রী বাড়ি থেকে চলে যায়।
ফলে শনিবার ফাঁসি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তারপর শনিবার রাতে এলাকাবাসী সিদ্ধান্ত নেয় দেবদাস দেবনাথের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান করবে। এলাকাবাসীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সকাল ৮ টা নাগাদ একত্রিত হয়ে দেবদাসের বাড়িতে গিয়ে ঘরে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করে। তারপর অভিযুক্ত দেবদাস দেবনাথ এবং তার স্ত্রীকে কিছু উত্তম মধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। তাদের বাড়িতে ভাঙচুরও চালায়। খবর দেওয়া হয় কৈলাশহর ইরানি থানায়। ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেবদাস দেবনাথ এবং তার স্ত্রীকে থানায় নিয়ে আসে। এলাকাবাসী দাবি করছেন দেবদাস দেবনাথ এবং তার স্ত্রীর কঠোর শাস্তির যাতে ব্যবস্থা করে পুলিশ প্রশাসন।