স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ফেব্রুয়ারি : শুক্রবার রাজধানীর জিবি বাজারের এক মোবাইলের দোকানের কর্মচারীকে বেধড়ক মারধর করে মোবাইল সিম খুলে রেখে দিল দোকানের মালিক। পরে কর্মচারীর দেহ উদ্ধার হয় রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন এক নির্জন জায়গায়।
অভিযুক্ত মালিক পলাতক পার্থ সাহা। ঘটনায় বিবরণে জানা যায়, দীর্ঘ চার বছর ধরে জিবি বাজার এলাকার মোবাইলের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন রাহুল আচার্য। তার বাড়ি রাজধানীর অভয়নগর এলাকায়। শুক্রবার দোকানের মালিকের সাথে তার কোন এক বিষয় নিয়ে হয়তো ঝামেলা বাঁধে। তারপর দোকানের মালিক পার্থ সাহা কর্মচারী রাহুল আচার্যকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন থেকে সিম কার্ড খুলে রেখে দেয়।
পরবর্তী সময় বাড়ির লোকজনেরা রাহুলকে ফোন করে খুঁজে পায়নি। রাতের বেলা রাজধানীর আইএলএস হাসপাতাল সংলগ্ন এক নির্জন জায়গায় রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। ময়না তদন্ত করার জন্য মৃতদেহ পাঠায় জিবি হাসপাতালের মর্গে। মৃত যুবকের পিতা শংকর আচার্য জানান ঘটনার পর থেকে অভিযুক্ত দোকানের মালিক পলাতক। কি কারনে তাকে মারধর করেছে এবং তার ছেলেরা মৃত্যুর পথ বেছে নিয়েছে সেটা বুঝে উঠতে পারছে না। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করলেন ছেলে হারা পিতা। শনিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তে পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।