আগরতলা, ২৯ জানুয়ারি (হি.স.) : জাতীয় রাজধানী নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলু বিচারকদের মূল্যায়ণে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে দ্বিতীয় পুরস্কার পেয়েছে। আগামীকাল নয়াদিল্লিতে বিজয়ী রাজ্যগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলু প্রদর্শনীর দায়িত্বে ছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। ট্যাবলুতে দেখানো হয় রাজন্য আমল থেকে চলে আসা খার্চিপূজা তথা চতুর্দশ দেবদেবীর বন্দনার তাৎপর্য। ট্যাবলুটি পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রনে তৈরী করা হয়। ট্যাবলু প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে উত্তর প্রদেশ ও তৃতীয় হয়েছে অন্ধ্রপ্রদেশ।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্যের ট্যাবলু প্রদর্শনীর সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই পুরস্কার এক অসামান্য প্রাপ্তি।