স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : অতিদ্রুত টেট ওয়ান ও টেট টু পরীক্ষার নোটিফিকেশন জারি করা ও ২০২২ সালের মধ্যে পরীক্ষা পর্ব সম্পন্ন করা, বেশী সংখ্যক এস টি জি টি-র শূন্য পদ সৃষ্টি করে নোটিফিকেশন জারি করার দাবিতে সোমবার শিক্ষা ভবনে গিয়ে ডেপুটেশন প্রদান করে অল বি এইড এবং ডি এল এইড উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের ২০২২ –র সদস্যরা।
টি আর বি টি-র পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয় নিয়ম মেনে টেট পরীক্ষা নেওয়া হবে। বাকী দাবি গুলির বিষয়ে কোন সদুত্তর দেওয়া হয়নি বলে জানান ডেপুটেশনের পর জানান প্রতিনিধিদল।