স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ডিসেম্বর : কি বাম ? কি রাম ? ১৭ বছর কেটে গেলেও ব্রীজ আর নির্মাণ হলো না! শেষ পর্যন্ত মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য করল সরকার। ব্রিজটি সম্পূর্ণ করার দাবিতে শুক্রবার ভোর থেকে জনগণ হরিনা এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসে। অভিযোগ হরিণা চালিতাছড়ি সড়কের ব্রীজ দীর্ঘ ১৭ বছর ধরেই সংস্কার চলছে। কাজ সমাপ্ত করার নাম গন্ধ নেই। তীব্র তিক্ততার স্বীকার হয়ে উঠেছে গ্রামবাসী। অভিযোগ, সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল দীর্ঘ ১৭ বছর আগে পূর্বতন সরকারের আমলে।
কিন্তু বাম শাসনের অবসানের পর রাম শাসনেরও ছয় বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। এই ব্রিজটি চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। নির্মীয়মান ব্রিজটির পাশ দিয়ে একটি ফুটব্রিজ ছিল। কিন্তু সেটিও গত আগস্ট মাসের বন্যার ভেসে গেছে। যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও রোগী পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজটি পারাপার হচ্ছে। এ বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোন ফল না পাওয়ায় অবশেষে শুক্রবার সকাল থেকে সাব্রুম আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ বসে।
এই অবরোধে ছাত্র-ছাত্রীরা ও অংশগ্রহণ করে। অবশেষে বেলা দশটা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে এনবিসিসি -এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ। এমনটাই জানিয়েছেন অবরোধকারীরা। এখন দেখার বিষয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রীজটি সম্পন্ন হয় কিনা। যাইহোক কোন কিছু চাওয়ার আগেই দাবি পূরণ করছে সরকার। প্রতিদিন মন্ত্রীরা মঞ্চে দাঁড়িয়ে এমনটাই ঢোল পেটালেও বাস্তবচিত্র প্রত্যক্ষ করা যায় রাজ্যের গ্রাম পাহাড়ে।