স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : শাসক দলের মধ্যে যুব মোর্চা ক্রমশ দুর্বল হচ্ছে। আর এটা ভালো করে বুঝতে পেরে দলের হাই কমান্ড থেকে শুরু করে বিধানসভা স্তরের নেতৃত্ব একের পর এক যুব মোর্চার কার্যক্রম ঘোষণা করে জল মাপতে শুরু করেছে। রবিবার ১৮ সূর্যমনি নগর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী স্কুল ময়দানে এক যুব সমাবেশের আয়োজন করা হয়।
১৮ সূর্যমনি নগর যুব মোর্চার পক্ষ থেকে এ যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি যুব সমাবেশ অংশ নিয়ে বলেন যুবদের সাফল্য একদিনের নয়। দু মাস আগে থেকেই এই যুব সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে যুব মোর্চা। পাশাপাশি যুবসমাজকে নিয়ে যুব মোর্চার নেতৃত্ব গুরু দায়িত্বের সম্পর্কে আলোচনাও করেন। যুবকদের ভবিষ্যতের কল্যাণ কামনা করেন। কারণ আগামী দিন যুবকরাই এই সমাজের এবং এলাকার দায়িত্ব পালন করবেন করবে। উল্লেখ্য, রাজ্যের কর্মসংস্থানের অভাব এবং শূন্য পদ দ্রুত পূরণ না করায় যুবকরা রাজনীতির দিকে ঘেষতে চাইছে না। গত কয়েক বছরের তারা রাজনীতি থেকে অনেকটা দূরে সরে আলবিদা জানিয়েছে। বরং প্রতিদিন চাকুরীর দাবিতে তারা জমায়েত হচ্ছে শহরের মন্ত্রীদের বাড়ির সামনে।