স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ডিসেম্বর : বেকারদের ভবিষ্যৎ অন্ধকার করতে একটা মাকড়সার জালের মত নেশার জাল বিছিয়ে দিয়েছে বর্তমান সরকার। শুধু তাই নয় বিদ্যালয়ের বন্ধ করে মদের লাইসেন্স দিয়ে যুবকদের বিপথে পরিচালিত করার সুযোগ করেছে এই সরকার। এতে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। ফলে যুবকরা রাস্তায় নেমে সরকারের কাছে দাবি করবে না চাকরি চাই। আর বছরের পর বছর টিকে থাকবে এই বিজেপি সরকার। তাই এ রাজনৈতিক এজেন্ডার বিরুদ্ধে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।
রবিবার ডুকলি বিভাগ ভিত্তিক গণ কনভেনশনে বক্তব্য রেখে এই কথা বললেন ডিওআইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি বিভাগের কমিটির উদ্যোগে এদিন কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে গণ কনভেনশনের আয়োজন করা হয়। উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বক্তব্য রেখে আরো বলেন,
মুখ্যমন্ত্রী পরিবর্তনের সঙ্গে অপরাধের কায়দার পরিবর্তন হয়েছে। বিপ্লব কুমার দেবের সময় কলমছড়া থানার পুলিশ নেশা কারবারিদের হাতে হত্যা হয়েছিল, আর এখন মানিক সাহার আমলে সদর মহকুমা পুলিশ অফিসারের অফিসের সামনে দাঁড়িয়ে সরাসরি নেশা কারবারি হুমকি দিচ্ছে পুলিশকে খুন করে ফেলবে। আর পরবর্তী সময়ে গ্রেফতার হলেও আধঘন্টা পর জামিন হয়ে যায়। একইবারে কেউ যদি ভাবে যে বিপ্লব কুমার দেবের আমলে চাকরি হয়নি, মুখ্যমন্ত্রী মানিক সাহা চাকুরী দেবেন। তাহলে ভুল ভাবছে। মানিক সাহাও চাকরি দেবে না। তাই লড়াইটা রাজনৈতিকভাবে সকলকে লড়তে হবে। অর্থাৎ নেশা, অপরাধ এবং কর্মসংস্থানের অভাবের বিরুদ্ধে সকলকে একসাথে লড়তে হবে। সুতরাং গণ আন্দোলন গড়ে তোলা না গেলে চলবে না। তিনি আরো বলেন, বিজেপি এবং আরএসএসের রাজনৈতিক লক্ষই হল এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা। তারা সব সময় নেশার সাম্রাজ্য এবং নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে বলে অভিযোগ। আয়োজিত কনভেনশনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।