স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ নভেম্ববর : কর্তব্যরত অবস্থায় পুলিশ কনস্টেবলকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনা আমতলী থানাধীন সূর্যমনি নগর এলাকায়। আহত পুলিশ কর্মীর নাম রাকেশ দেবনাথ। আমতলী থানায় কর্মরত ছিলেন। ঘটনার বিবরণে জানা যায় তিনি সেখানে দায়িত্ব পালন করছিলেন। কোন এক কারণবশত রাস্তা অতিক্রম করা সমান একটি বোলেরো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা বলেন তার হাতে এবং দেহের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে সেই গাড়িটিকে আটক করার জন্য চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।