Friday, December 6, 2024
বাড়িরাজ্যবাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসের সামনে সনাতনীদের বিক্ষোভ

বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসের সামনে সনাতনীদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ নভেম্ববর :গত সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণ প্রভু দাসকে বাংলাদেশের পুলিশ দ্বারা গ্রেফতারে সকলে বিস্মিত, স্তম্ভিত। বাংলাদেশ ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোন মামলা বা কোন অভিযোগ ছিলো না, অথচ তাঁকে গ্রেফতার করে হয়েছে বলে অভিযোগ।

ধারণা করা হচ্ছে, যেহেতু চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাই বাংলাদেশ সরকার তাঁকে আটক করেছে। এমনটাই ধারণা করে বাংলাদেশের ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদে জেগে উঠলো ত্রিপুরার হিন্দু সনাতন ধর্মের মানুষ। বুধবার সনাতনী হিন্দু সেনার পক্ষ থেকে রাজধানীর সার্কিট হাউস থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।

মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসের সামনে গিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা জানায় বাংলাদেশ সরকারকে ধিক্কার জানানো হচ্ছে। কারণ সেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার কোন ভাবেই বন্ধ করার উদ্যোগ গ্রহণ করছে না সরকার। বরং সনাতনী ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের সরকারের এ ধরনের ভূমিকা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি দেওয়া না হয় এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হয় তাহলে সারা বিশ্বে সনাতনী ধর্মের মানুষ একজোট হয়ে বিক্ষোভে সামিল হতে বাধ্য হবে বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য