স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ নভেম্বর : যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর উদ্যোগে সংবিধান দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। ১৯৪৯ সালে ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল। তাই ৭৫ তম বছরে এক বছর ব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে দেশব্যাপী। এরই অঙ্গ হিসেবে এদিন আগরতলা উমাকান্ত মাঠ থেকে রেলি করে উজ্জয়ন্ত প্রাসাদে গিয়ে শেষ হয়।
ডঃ বি আর আম্বেদকরের মূর্তিতে পুষ্প দিয়ে শপথ বাক্য পাঠ করা হয়। উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়, মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। রেলিতে বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। মন্ত্রী টিংকু রায় জানান, সংবিধান দিবস উপলক্ষে এক বছরের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের যারা রয়েছে তাদের মধ্যে যাতে সংবিধান সম্পর্কে আরো বেশি শ্রদ্ধা ও সচেতনতা বোধ জাগ্রত হয় তার জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।