স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ নভেম্বর : ২৭, ২৮ এবং ২৯ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে এ.আই.ডি.এস.ও -র সর্বভারতীয় দশম ছাত্র সম্মেলন। সারা দেশব্যাপী শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকরণ, সাম্প্রদায়িকরণ বন্ধ করা, জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা সহ ১৬ দফা দাবিতে এ.আই.ডি.এস.ও -র পক্ষ থেকে এই ঐতিহাসিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন উদ্বোধন করবেন অধ্যাপক ইরফান হাবিব।
তাছাড়াও উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নন্দিনী নারায়ণ, অধ্যাপক ওয়ান্ডেল পাসা, ডাঃ তরুণ মন্ডল সহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদগন। দেশের সবকটি রাজ্য থেকেই ছাত্র প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয় পার্শবর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কা থেকেও আন্তর্জাতিক নেতৃত্ব উপস্থিত থাকবেন। এই সম্মেলন সফল করতে ত্রিপুরা রাজ্য কমিটিও ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছে। শনিবার ২৫ জনের এক প্রতিনিধি দল আগরতলা রেলস্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রেল দিয়ে সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন এ.আই.ডি.এস.ও -র সম্পাদক রাজু আচার্য্য।