স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর : বিদ্যুৎ বিলের রিচার্জের নামে বিদ্যুৎ গ্ৰাহকদের সাথে প্রতারনার অভিযোগ তুলে প্রতিবাদে শুক্রবার দুপুরে উদয়পুর বিদ্যুৎ বিভাগে ধর্না সংগঠিত করে গোমতী জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিযোগ গত বেশ কিছুদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় বিদ্যুৎ বিল দিতে এসে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল নেওয়া হচ্ছে। এর পেছনে মূলত কি কারণ সেই বিষয়ে বিদ্যুৎ দপ্তর থেকে সুনির্দিষ্ট কিছু বলা হচ্ছে না।
এই নিয়ে শুক্রবার দুপুরে গোমতী জেলা কংগ্রেসের পক্ষ থেকে উদয়পুর বিদ্যুৎ দপ্তরের সাব ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শেষে গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন, রাজ্য সরকার বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে দিনের পর দিন। এবার গ্রাহকেরা বিদ্যুৎ বিল দিতে এসে নাজেহাল। অন্যান্য সময় যে টাকা জমা দেয় তার থেকে অনেক কম ইউনিট বিদ্যুৎ পাচ্ছে। এতে করে সমস্যা বেড়ে চলছে। কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গ্রাহক দের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে তা বন্ধ করা এবং যে টাকা গ্রাহকরা জমা দিচ্ছে সেই পরিমাণে বিদ্যুৎ ইউনিট দেবার দাবি জানানো হয়।