স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : এখনো কাটলো না জটিলতা! স্কলার শিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশান প্রদান করতে গিয়ে ব্যর্থ হল জনজাতি ছাত্র-ছাত্রীরা। সোমবার স্কলারশিপ বঞ্চিত জনজাতি ছাত্র-ছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে যায়, দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করার লক্ষ্যে। কিন্তু এইদিন জনজাতি কল্যাণ দপ্তরের অফিসে প্রবেশ করতে দেওয়া হয় নি জনজাতি ছাত্র-ছাত্রীরা। জনাজাতি ছাত্র-ছাত্রীরা জানায় ইতিপূর্বে তারা একবার দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে।
সেই সময় দপ্তরের অধিকর্তা জানিয়েছিলেন দপ্তর থেকে কলেজ ভেরিফিকেশন করা হবে। কলেজ ভেরিফিকেশনের পর তাদেরকে স্কলার শিপের টাকা দিয়ে দেওয়া হবে। যথারীতি দপ্তর থেকে কলেজ ভেরিফিকেশন করা হয়। কিন্তু তার পরও তাদেরকে স্কলার শিপের টাকা দেওয়া হয় নি। ১ ডিসেম্বর থেকে তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। বর্তমানে কলেজ থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে।
যদি স্কলার শিপের টাকা ব্যাঙ্ক একাউন্টে না ঢুকে তবে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে তারা কি করবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। উল্লেখ্য, মন্ত্রী এবং দপ্তরের সচিবের সাংবাদিক সম্মেলনের পর জনজাতির ছাত্রছাত্রীরা ভেবেছিল তাদের সমস্যা নিরসনের পথে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন অব্দি সমস্যার সমাধান হয়নি। জল বহু দূর গড়িয়ে গেলেও কোন মাথা ব্যাথা নেই দপ্তর এবং দপ্তরের অভিভাবকের।