Thursday, January 16, 2025
বাড়িরাজ্যগেদু মিঞা মসজিদ পরিদর্শনে যান রাজ্যপাল

গেদু মিঞা মসজিদ পরিদর্শনে যান রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ নভেম্বর : সোমবার রাজধানীর শিবনগর স্থিত গেদু মিঞা মসজিদ পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি গেদু মিয়া মসজিদ পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে এই মসজিদ সম্পর্কে অবগত হন। এবং এ মসজিদ সম্পর্কে তিনি অত্যন্ত আপ্লুত হন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন গেদু মিঞা মসজিদ ঐতিহাসিক।

এ বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন। পরিদর্শনে এসে লক্ষ্য করা গেছে এখানে একটি পুকুরও রয়েছে। অত্যন্ত শান্ত এবং সুন্দর পরিবেশে এই মসজিদ রয়েছে। এটি ত্রিপুরার পর্যটনের আওতায় রয়েছে। তবে মসজিদটি সংস্কারের প্রয়োজন রয়েছে। যেহেতু এটি রাজ্যের পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্থান। তিনি আরো বলেন রাজ্যে নীরমহল সহ যে আকর্ষনীয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলি নিয়ে প্রচারের প্রয়োজন রয়েছে। এগুলি আরো বেশি উন্নত হলে বা পচার হলে বিদেশ থেকে মানুষ রাজ্যে আসবে পর্যটন কেন্দ্রগুলি দেখতে। এবং এই পর্যটন কেন্দ্র গুলি ঘিরে আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ত্রিপুরা হাব হয়েছে। আগামী দিন পর্যটনও ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য