Friday, December 6, 2024
বাড়িরাজ্যআগরতলা আদালত চত্বরে বিক্ষোভ

আগরতলা আদালত চত্বরে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ নভেম্বর : ১৩ অক্টোবর আমতলি থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে সমরজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি। পুলিশ রিমান্ড শেষে সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে পুলিশ। এইদিন মৃত তনুশ্রী চৌধুরীর বোন মা ও বোনের হত্যাকারির ফাঁসির দাবিতে এলাকাবাসিদের নিয়ে আদালত চত্বরে সামিল হন। মৃত তনুশ্রী চৌধুরীর বোনের অভিযোগ তনুশ্রীকে স্বামীর বাড়িতে স্বামী সমরজিৎ চৌধুরী শারীরিক ও মানসিক নির্যাতন করতো।

তাই তনুশ্রী বাধ্য হয়ে মায়ের কাছে আশ্রয় নেয়। কিন্তু ১৩ অক্টোবর সমরজিৎ চৌধুরী শ্বশুর বাড়িতে এসে তনুশ্রী ও তার মাকে কুপিয়ে হত্যা করেছে। তাই তিনি অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, সেদিন ভোর চারটার নাগাদ তনুশ্রী আচার্যী ও তার মা সোমা আচার্যী পূজা দেখে বাড়ি ফেরার পর সমরজিৎ চৌধুরী তার শাশুড়ি সোমা আচার্যীর উপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে গলায় আঘাত করতে শুরু করে। তখন তার স্ত্রী তনুশ্রী আচার্যী তার মাকে বাঁচাতে আসলে সে তনুশ্রীর উপরও আক্রমণ চালিয়ে দুজনকেই খুন করে। ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। পরে আশেপাশে লোকজন বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেয় আমতলী থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসার আগেই অভিযুক্ত সমজজিত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর পুলিশ তাকে মধুপুর নাকা পয়েন্ট থেকে আটক করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য