স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : বজ্রাঘাতে যুবকের মৃত্যু হলো সাব্রুমে। ঘটনা মঙ্গলবার রাত আড়াইটার নাগাদ বিজয়নগর বটতলা গ্রামে। মৃত ব্যাক্তির নাম বিপ্লব দাস, বয়স ৩২ বৎসর।
জানা যায়, রাত আড়াইটার নাগাদ বিজয়নগর বটতলার বিপ্লব দাস ঘুমের মধ্যে বজ্রপাতে অজ্ঞান হয়ে যায়। বাড়ীর লোকজন ও পাশ্ববর্তী লোকজন মিলে বিপ্লব দাসকে নিয়ে আসেন সাব্রুম মহকুমা হাসপাতালে। সাব্রুম মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাসকে মৃত বলে ঘোষনা দেন। বর্তমানে মৃতদেহ সাব্রুম মহকুমা হাসপাতালে রয়েছে। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।