Thursday, November 21, 2024
বাড়িরাজ্যনেশা সামগ্রী উদ্ধার ও ধংস করার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম...

নেশা সামগ্রী উদ্ধার ও ধংস করার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থানে রয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ অক্টোবর : স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপ-প্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। ২০১৪ সাল থেকে ওনার জন্মদিনটি রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালন করা হয় সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও। এইবছরও তার ব্যতিক্রম ঘটেনি। বৃহস্পতিবার পুলিসের পক্ষ থেকে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয় নরসিংগড়স্থিত কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে।

 উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিসের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সহ পুলিসের পদস্থ আধিকারিকরা। সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে ২০১৪ সালে প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর রান ফর ইউনিটির সুচনা করেন। দেশের একতা ও সংহতির প্রতীক ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল।

সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূল উদ্দেশ্য ছিল দেশকে শক্তিশালী করা। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন দেশের ভেতর ও বাইরে যেসব অশুভ শক্তি দেশকে দুর্বল ও অখণ্ডতা বিঘ্ন ঘটানোর জন্য সচেষ্ট, তাদের মোকাবিলা করার ক্ষেত্রে সকলকে উদ্বুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় একটা দিবস পালন করা হয়। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন নারী নির্যাতনের ক্ষেত্রে ২৮ টি রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে অষ্টম স্থানে রয়েছে। মহিলারা যেন অভিযোগ জানাতে পারে তার জন্য ২৪ ঘণ্টা ওমেন হেল্প ডেস্ক চালু রয়েছে। প্রতিটি জেলায় একটি করে মহিলা থানা রয়েছে। নেশা সামগ্রী উদ্ধার ও ধংস করার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থানে রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনুপ্রবেশকারি বাংলাদেশী ও রোহিঙ্গা মিলিয়ে ৯২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধানসভা ও লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে সকলের প্রচেষ্টায়। রাজ্যে বর্তমানে ১ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন করে আরও ৯১৬ টি পদে নিয়োগ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ৬ হাজার পদে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ২১৮ জন এসআই নিয়োগ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান গত ৫ বছরে রাজ্যে থানা ও ফাঁড়ি থানার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রাজ্য পুলিশের আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার বেশকিছু পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই দিনের অনুষ্ঠানে ত্রিপুরা পুলিস, ত্রিপুরা স্টেট রাইফেলসের বিভিন্ন ব্যাটেলিয়ন প্যারেডে অংশ নেয়। এই প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিনের প্যারেডে মোট ১১ টি প্ল্যাটুন অংশগ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য