স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : রাজ্যে ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া। তাই শুক্রবার দুপুরে মহারাজগঞ্জ বাজারে নকল পিস্তল দেখিয়ে ভোজ্য তেল লুটের চেষ্টা করে এক যুবক। পরবর্তী সময় তাকে হাতেনাতে ধরে ফেলে বাজারের শ্রমিকরা। জানা যায় সেই যুবকের নাম দীপ্তনু সাহা।
বাড়ির রাজধানীর শিবনগর এলাকায়। এদিন দীপ্তনু একটি প্লাস্টিকের খেলার বন্দুক হাতে নিয়ে বাইকে করে মহারাজগঞ্জ বাজারে যায়। বাইকের নম্বর TR 01 M 6258। দীপ্তনু জানায় সে প্লাস্টিক বন্দুকের গুলি কেনার জন্য বাজারে এসেছিলেন। তখন তেলের প্যাকেটে হাত দেওয়ায় তাকে শ্রমিকরা মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত দীপ্তনুকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।