স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : কোনভাবেই চুরির ঘটনার রেশ টানতে পারছে না রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ। রাতের বেলা থানা বাবুদের চরম উদাসীনতার কারণে আগরতলা শহরে একের পর এক চুরির ঘটনা সংগঠিত হয়ে চলেছে। এবার বাড়ির লোকের অবর্তমানে হাত সাফাই করল চোরের দল। এই ঘটনা সংঘটিত হয়েছে রাজধানীর টাউন প্রতাপগড় ফনী সাহার বাড়িতে। বুধবার সকালে ফনি সাহার পরিবার বাড়ি ফিরে দেখে ঘরের দরজার তালা ভাঙ্গা।
ভেতরে প্রবেশ করে দেখে সবকিছু উলটপালট হয়ে আছে। তারপর নজরে আসে টাকা, পয়সা, স্বর্ণালংকার কিছুই নেই ঘরে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক ফনী সাহা জানান, বুধবার ভোরবেলা পাশের বাড়ির বৃদ্ধ মহিলা বাড়ি থেকে বের হলে দেখতে পায় এক যুবক তার বাড়ি থেকে বের হচ্ছে। তখন তার কাছে পরিচয় জানতে চাইলে সে পালিয়ে যায়। পেছনে ধাওয়া করলো তাকে আটক করতে পারেনি। তাই ধারণা হয়তো এই যুবক চুরির ঘটনা সংঘটিত করার সাথে জড়িত। পুলিশ বাড়ির লোকজনদের আশ্বস্ত করেছেন চোর আটক করে তাদের থানায় খবর দেবে। পাশের বাড়ির মহিলাকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে চোর শনাক্ত করতে বলেন ফনী সহাকে। ফনী সাহা আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন যেভাবে চুরির ঘটনা ঘটে চলেছে তাতে কোন নিরাপত্তা নেই সাধারণ মানুষের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।