স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ অক্টোবর : ৬ মাস ধরে বন্ধ থাকার অভিযোগ পেয়ে বুধবার হেজামারা স্থিত মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্র ছুটে গেলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পরিদর্শন করে তৎক্ষণাৎ দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন এই মজুত কেন্দ্রের ইনচার্জকে শোকজ নোটিশ দেওয়ার জন্য। জানা যায়, দীর্ঘ ৬ মাস ধরে বন্ধ এই মজুত কেন্দ্রটি। মজুত কেন্দ্রের অভ্যন্তরে নষ্ট হয়ে রয়েছে মৎস্য চাষের সামগ্রী। মন্ত্রী এইদিন নিজের চোখে সবকিছু প্রত্যক্ষ করেন।
এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এই মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি। মজুত কেন্দ্রটি নিয়মিত না খোলার ফলে নষ্ট হচ্ছে মজুত কেন্দ্রের পরিকাঠামো। এইদিন মন্ত্রীর সাথে ছিলেন মৎস্য দপ্তরের অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মৎস্য চাষ সামগ্রী মজুত কেন্দ্রটি পরিদর্শন করে দপ্তরের আধিকারিকদের সামনে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী সুধাংশু দাস।
তিনি তৎক্ষণাৎ দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেন এই মজুত কেন্দ্রের ইনচার্জকে কারন দর্শানোর নোটিস দেওয়ার জন্য। মন্ত্রী সুধাংশু দাস আরও জানান কারন দর্শানোর নোটিসের জবাব সন্তোষ জনক না হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে। এইদিন মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট জানান কারন দর্শানোর নোটিসের জবাব সন্তোষ জনক না হলে সরাসরি ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামিদিনে আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা।